Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

কী সেবা কীভাবে পাবেন

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

উপজেলা সমবায় অফিস, কলাপাড়া, পটুয়াখালী

 

ক্রঃ নং

প্রদত্ত সেব সমূহ

ফি

১।

জনসাধারণকে সমবায় আদর্শে উদ্ধুদ্ব করে সমবায় সমিতি সংগঠন ও নিবন্ধনের জন্য প্রসত্মাব প্রেরণ।

দারিদ্র বিমোচনের লক্ষে গঠিত প্রাথমিক সমবায় সমিতির জন্য ৫০টাকা অন্যান্য প্রাথমিক সমবায় সমিতির জন্য ৩০০টাকা কেন্দ্রীয় সমবায় সমিতির জন্য ১,০০০টাকা এবং জাতীয় সমবায় সমিতির জন্য ৫০০০টাকার নিবন্ধন ফি ট্রেজারী চালান জমা দিতে হবে।  

২।

সমবায় অধিদপ্তরের সাথে সমঝোতা স্মারক থাকা সাপেক্ষ সংশিস্নষ্ট প্রতিষ্ঠানের স্থানীয় কর্মকর্তা হতে নিবন্ধনের সুপারিশ সম্বলিত প্রত্যয়ন পাওয়ার পর সংশিস্নষ্ট প্রতিষ্ঠানের কর্মসূচীর আওতায় সংগঠিত সমবায় সমিতি নিবন্ধন।

৩।

বিদ্যমান সমবায় সমিতি সমূহ যথাযথ নার্সিং করা

-

৪।

৫০,০০০(পঞ্চাশ হাজার) টাকা পর্যমত্ম পরিশোধিত শেয়ার মূলধন বিশিষ্ট প্রাথমিক সমবায় সমিতির ১৮ ধারা মোতাবেক অমত্মবর্তী ব্যবস্থাপনা কমিটি গঠন এবং বিধি মালার ২৬ বিধি মূলে নির্বাচন কমিটি নিয়োগ।

-

৫।

৫০,০০০(পঞ্চাশ হাজার) টাকা পর্যমত্ম পরিশোধিত শেয়ার মূলধন বিশিষ্ট প্রাথমিক সমবায় সমিতি সমূহের বার্ষিক অডিট কর্মসূচী প্রনয়ন ও সহকারী পরিদর্শকদের নামে অডিট বরাদ্দ প্রদান।

-

৬।

বরাদ্দকৃত অডিট যথাসময়ে সম্পাদন নিশ্চিত করা।

-

 

উপজেলা সমবায় দপ্তরে দাখিলকৃত কোন সমবায় সমিতির নিবন্ধন সনদ; উপ-আইন এবং উহার সংশোধনী সমূহ; অবসায়নের আদেশ; বার্ষিক রিটার্ন সমূহ এবং রেজিষ্টারসমূহ কোন আইনসিদ্ধ উদ্দেশ্যে যে কোন ব্যাক্তি পরিদর্শন

প্রতিবার পরিদর্শনের জন্য ১০০(এক শত) টাকা হারে কোর্ট ফি ।

৭।

প্রাথমিক সমবায় সমিতির অডিট প্রতিবেদন পরীক্ষা নিরীক্ষা ও সংশোধনী দাখিল নিশ্চিত করা।

-

৮।

প্রাথমিক সমবায় সমিতির অডিট রিপো©র্ট প্রাপ্ত অনিয়ম, আইনের লংগন, তছরম্নপ/আত্নসাৎ সম্পর্কে আইনানুগ ব্যবস্থা গ্রহনেরজন্য জেলা সমবায় কর্মকর্তার নিকট প্রসত্মাব প্রেরণ।

-

৯।

প্রাথমিক সমবায় সমিতি সমূহের অডিট ফি ধার্য  ও যথাসময়ে আদায় নিশ্চিত করা

বিধিমালা ২০০৪ এর ১০৭ (১) (ক) বিধি মোতাবেক  প্রথমিক সমবায় সমিতির সমূহের ক্ষেত্রে ১০০টাকা নীট মুনাফা বা উহার আংশের জন্য ১০টাকা হারে সর্বোচ্চ ১০,০০০ টাকা।

১০।

আইন ও বিধিমালা মোতাবেক কেন্দ্রীয় ও প্রাথমিক সমবায় সমিতির ধার্যকৃত সিডিএফ আদায় নিশ্চিত করা।

-

১১।

প্রাথমিক সমবায় সমিতি পরিদর্শন ও তদারকী।

-

১২।

উর্ধÿতন কর্তৃপক্ষ কর্তৃক দায়িত্বপ্রাপ্ত হলে সমবায় সমিতির তদমত্ম সম্পাদন ও অবসায়ন কাজ সম্পাদন করা।

-

১৩।

অত্র উপজেলায় নিবন্ধিত আশ্রয়ান ও আশ্রয়ন ফেইজ -০২ প্রকল্পে উপকারভোগীদের প্রশিÿন প্রদান সহ প্রধানমন্ত্রীর কার্যালয় হতে বরাদ্ধকৃত ঋণ উপকার ভোগীদের মাঝে বিতরন, আদায় ও জমা প্রদান সহ বার্ষিক ঋণ কার্যক্রম অডিট ও তদারকি পরিচালনা করা হয়।